Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবাদান পদ্ধতি

উপজেলা বাসত্মবায়ন কমিটি

প্রতি ব্যাচে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যাচের মেয়াদ ৪ মাস। শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, মধ্যবিত্ত, দরিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাগন ভর্তি হওয়ার জন্য আবেদনের যোগ্য হবেন।

* আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে ৫০ বছর পর্যন্ত হতে হবে।

* আবেদনকারীকে কমপক্ষে ৫ম শ্রেণী পাশ হতে হবে।

* আবেদনকারীকে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে।

১। অধ্যাপিকা উলফাতারা জাহান-চেয়ারম্যান

২। জনাব মিনুয়ারা রহমান            সদস্য

৩। জনাব ফেরদৌসী বেগম           সদস্য

৪। জনাব কোহিনুর বেগম             সদস্য

৫। জাকিয়া খানম                      সদস্য

(ক) ঋণ প্রার্থীর ভিটে-বাড়ী থাকতে হবে অথবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

(খ) প্রার্থীর নূন্যতম অক্ষরজ্ঞান থাকতে হবে এবং বয়স সীমা ১৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

(গ) ঋণ প্রদানের ক্ষেত্রে দুঃস্থ, স্বামী পরিত্যক্তা, বিধবা এবং অবিবাহিত মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হবে।

(ঘ) ঋণ প্রার্থী এককভাবে ঋণের আবেদন করবেন।

(ঙ) অন্য কোন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান থেকে ঋণ প্রহন করে থাকলে এবং চলমান হলে এ কার্যক্রমের আওতায় ঋণ প্রদান করা যাবে না।

(চ) জাতীয় মহিলা সংস্থা থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ বিতরণে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।

(ছ) মহিলা ও শিশুদের তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে থাকি। এটি গ্রামীণ পর্যায়ে। তথ্যসমূহ হচ্ছে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, চাকরির তথ্য, আইনী সেবা ইত্যাদি।

১। উপজেলা নির্বাহী অফিসার-    সভাপতি

২। জাতীয় মহিলা সংস্থার উপজেলা

     শাখার সভাপতি                    সদস্য

৩। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার   সদস্য

৪। উপজেলা সমাজ সেবা অফিসার   সদস্য

৫। প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার

     উপজেলা শাখার অফিস,   

                                     সদস্য সচিব